ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানের সময় |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানকারী/স্থান |
০১ |
মনিটরিং |
সারা বছর |
সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে |
(ক) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও (খ) সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
০২ |
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ |
৩১ ডিসেম্বরের মধ্যে |
প্রকাশকদের নিকট থেকে বই সরাসরি উপজেলায় পৌঁছে গেলে গুদামজাত করা হয় এবং ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ করা হয়। প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের হাতে ১ জানুয়ারি বিতরণ করে। |
(১) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস (২) শিক্ষা প্রতিষ্ঠান |
০৩ |
উপবৃত্তি বিতরণ |
জানু-জুন ১ম কিস্তি জুলাই- ডিসেম্বর ২য় কিস্তি |
নীতিমালা অনুযায়ী যোগ্য শিক্ষার্থীদের হাতে ষাম্মসিক ভিত্তিতে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। |
(ক) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস (খ) সংশ্লিষ্ট ব্যাংক |
০৪ |
শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ও তথ্য হালনাগাদকরণ |
বছরে একবার |
ব্যানবেইস/অন্যান্য সংস্থা থেকে ফরম প্রাপ্তির পর প্রতিষ্টানে সরবরাহ করা এবং প্রতিষ্ঠান প্রধানপূরণ পূর্বক জমা দেয়। |
(ক) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
০৫ |
বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম তদারকি |
প্রয়োজন অনুযায়ী |
বিভিন্ন প্রকল্প কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকগণের প্রশিক্ষণ কার্যক্রম, বাস্তবায়নাধীন পিবিএম, এসবিএ, সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়নের কাজ তদারক করা। |
(ক) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও (খ) সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার |
০৬ |
শিক্ষক নিয়োগ |
প্রয়োজন অনুযায়ী |
মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
|
০৭ |
পরীক্ষা পরিচালনা |
বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় |
বিভিন্ন পাবলিক পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
|
০৮ |
নির্বাচন পরিচালনা |
প্রয়োজন অনুযায়ী |
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
|
০৯ |
পরিদর্শন কার্যক্রম |
প্রয়োজন অনুযায়ী |
মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শাখা খোলার জন্য নির্ধারিত পরিদর্শন কার্যক্রম সম্পাদন। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
|
১০ |
শিক্ষানুরাগী সদস্যের দায়িত্ব পালন |
প্রয়োজন অনুযায়ী |
বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্ণিং বডিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনিত শিক্ষানুরাগী সদস্যের দায়িত্ব পালন। |
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস